প্রিয় সহপাঠীগণ,
আসসালামু আলাইকুম।
১৯৮০ সালে একসাথে আমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করেছিলাম—এসএসসি পাস করে আমরা জীবন-সফরের পথে যাত্রা শুরু করি। আজ এত বছর পর আমরা আবার একত্রিত হয়েছি, স্মৃতির পাতায় সেই দিনগুলোকে ফিরিয়ে আনার লক্ষ্যে। এই বন্ধন যেন চিরস্থায়ী হয়, এটাই আমাদের কামনা।
“আসিয়ান বাংলাদেশ এসএসসি ১৯৮০ ব্যাচ” একটি আত্মিক সংগঠন, যার মূল লক্ষ্য—ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে আমাদের সম্পর্ককে আরও গভীর করা।
এই মহতী উদ্যোগে সকলের অংশগ্রহণ, সহানুভূতি ও ভালোবাসা আমাদের এই সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে। আমরা যেন জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এই বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন অটুট রাখতে পারি— এই শুভকামনা জানাই।
সবার জন্য রইলো আন্তরিক ভালোবাসা ও দোয়া।